১) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর উপর হামলা
২) প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলা
৩) নাটোরে ২ জন বিএনপি কর্মী নিহত
৪) সারাদেশে গণহারে বিরোধীদল কর্মীদের গ্রেপ্তার
সূত্রঃ http://goo.gl/fBwvqr
৫) ইট, বালু, পাথর বোঝাই ট্রাক চালকসহ জোর করে জড়ো করে রাখা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে আর মিথ্যাচার করা হচ্ছে যে এটা না কি প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই আনিয়েছেন বাসা সংস্কারের জন্য।
সূত্রঃ http://goo.gl/CRRVN0
৬) একুশে টিভি সম্প্রচার করা বন্ধ কারণ তারা মির্জা ফখরুলের বক্তব্য অন্যদের মতো ভয়েস ডাউন না করে দিয়ে এবং তারেক রহমানের বক্তব্য নির্দ্বিধায় প্রচার করেছিল।
হুমম, এতোকিছুর পরও বলা যায় বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম গণতান্ত্রিক দেশ। তবে হ্যাঁ, বাংলাদেশ এখন শুধুমাত্র আওয়ামীলীগ এবং তার অঙ্গ-সংগঠনের জন্য স্বাধীন, এবং এই দেশের আপামর মানুষের স্বাধীনতা এখন পরিপূর্ণভাবে এই শাসকদলটি দ্বারা কুক্ষিগত।
- #ইহাল
No comments:
Post a Comment