Friday, October 30, 2015

ঘুষ, বাংলাদেশ এবং তুমি





ফরেক্স রিজার্ভ ২৭ বিলিয়ন ছাড়িয়েছে এতেই খুশিতে আত্নহারা সংশ্লিষ্ট সবাই। কিন্তু, এটার প্রধান নিয়ামক যারা সেই প্রবাসী শ্রমজীবি মানুষদের দেশ থেকে বিদেশে যাওয়া থেকে শুরু করে ঐদেশে তাদের ন্যুনতম মানবাধিকার সংরক্ষণ নিয়ে কি কাজ হচ্ছে তার কোন আপডেট কোথাও দেখি না। অন্যদিকে তাদের পাঠানো বিপুল পরিমান ফরেক্স দেখিয়ে বুঝানোর চেষ্টা করি বাংলাদেশের অর্থনীতি ভাল আছে, আদৌ কি তাই?

ওয়ার্ল্ড ব্যাংকের 'ডুয়িং বিজনেস্‌ ২০১৬' প্রতিবেদনে দেখা যাচ্ছে বাংলাদেশ গত এক বছরে ২ ধাপ পিছিয়ে গেছে, গত বছর ছিল ১৭২তম স্থানে এবং এ বছর অবস্থান করছে ১৭৪তম স্থানে তাও আবার পৃথিবীর ১৮৯টি অর্থনীতির মাঝে।

বাংলাদেশ বিশ্বদরবারে যতোই চিল্লাচিল্লি করুক এদেশে বিনিয়োগের খুব ভাল পরিবেশ রয়েছে, সবরকমের সুবিধা রয়েছে, লাভ বাইরে নিঃশর্তভাবে নিয়ে যেতে দেয়া হবে- আদতে এসবে কোন লাভ হবার নয়। এদেশে শিল্প প্রতিষ্ঠার জন্য আগামী ১০ বছরে সবচেয়ে বড় সমস্যা হতে যাচ্ছে গ্যাস ফুরিয়ে আসা, জ্বালানী-বিদ্যুৎ সংকট, মানব-প্রকৃতিসৃষ্ট ভয়াবহ দুর্যোগ যার ফলে এদেশ রয়েছে পৃথিবীতে অন্যতম ঝুঁকিবহুল (সিডর্‌-আইলার মতো টর্নেডো-সাইক্লোন বেড়ে যাওয়া, উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির পরিমান বেড়ে যাওয়া, দেশের ভিতর বিশুদ্ধ মিষ্টি পানির পরিমান কমে যাওয়া ইত্যাদি)।

এমন অবস্থায়, যখন মাথা ধরে আসে এটা চিন্তা করলে, সবকিছু ঠিকঠাক থাকলেও এতো বড় বড় সমস্যা থেকে বের হয়ে আসা সহজ হবে তো, তখন দেখা যায় কৃত্রিম কিছু সমস্যার জন্য বাংলাদেশের সবকিছু থমকে আছে। গত ২৮ অক্টোবর যখন একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করি তখন দুপুরের মধ্যাহ্নভোজের মাঝে একজন রিটায়ার্ড আর্মি অফিসার জানালেন, তারা কয়েকজন বন্ধু মিলে সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরি দিলেন এবং তাতে গ্যাসের সংযোগ পেতে তাদের বাধ্য হয়ে ১.৫ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে-এরকম হাজার হাজার কাহিনী রয়েছে প্রতি-স্তরের ব্যবসায়ীর মাঝে। বাংলাদেশ একটি মুসলিম-প্রধান দেশ, যদি তাই-ই হয় ঘুষ যে খাচ্ছে তারা কিন্তু আমাদের এই সমাজ থেকে উঠে আসে, তারা কিন্তু ২-১ জন নেতা-নেত্রী নয়, বরং তাদের সংখ্যা লাখ-লাখ, ইসলামে ঘুষ গ্রহণ-প্রদান, দুটোই পুরোপুরি হারাম, সূরা আল বাকারায় ১৮৮ নাম্বার আয়াতে উল্লেখ আছে,

"And do not consume one another's wealth unjustly or send it [in bribery] to the rulers in order that [they might aid] you [to] consume a portion of the wealth of the people in sin, while you know [it is unlawful]." (Surah Al Baqarah, Verse 188, Chapter 2, The Holy Qur'an)

হাদীস-সংকলন গ্রন্থ যামী-আত্‌-তিরমিদিতে দেখা যায়,
Abdullah bin 'Amr narrated: "The Messenger of Allah (ﷺ) cursed the one who bribes and the one who takes a bribe."
Grade : Hasan (Darussalam) (Vol. 3, Book 13, Hadith 1337, Jami` at-Tirmidhi)

ইসলামে ঘুষের বিষয়টি সরাসরিভাবে কুর'আন এবং সহীহ হাদীস দ্বারা নিষিদ্ধ। যারা এটা বুঝেও বারবার নিষিদ্ধ-ঘুষ নিচ্ছে এবং দিচ্ছে তারা আদতে কি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাও বের করে দেখার বিষয়।
ঘুষের অর্থনীতি তৈরি হবার প্রধান কারণ ম্যাটেরিয়ালিজম এবং ভোগবাদিতা, এবং এজন্যই এই অর্থ খরচ হয় অবৈধ যতোধরনের কাজে, এলকোহল্‌-ইয়াবা থেকে শুরু করে বিলাস-বহুল গাড়ি-বাড়ি (তাও আবার কর ফাঁকি দিয়ে কেনা, দুই নম্বর রড-সিমেন্ট দিয়ে বানানো ফ্ল্যাট উচ্চ দামে বেঁচে দেয়া) ছেলে-মেয়েদের আরেকটা নতুন নতুন পশুতে রূপান্তর করা।

যাই হোক সবচেয়ে লজ্জার বিষয়, আমরা যে পাকিস্তান আর আফগানিস্তানকে বিভিন্ন কারণে ঘৃণা করি এবং গালি দেই, সেই দুটি হাজারও সমস্যা থাকবার পরেও ব্যবসায়ে বিদ্যুৎ পৌছে যায় বাংলাদেশের আগে-ভাবতে গেলে অবাকই হতে হয়। বাংলাদেশে ব্যবসায়ে বিদ্যুৎ পেতে গেলে গড়ে সময় লাগে ৪২৯ দিন, তাও ঘুষ দিয়ে, অথচ আফগানিস্তানে লাগে ১১৪ দিন এবং পাকিস্তানে লাগে ১৭৮ দিন। একটি সাধারণ ব্যবসা শুরু করতে গেলেও বিদ্যুৎ সবচাইতে প্রয়োজনীয় অনুষঙ্গ, তাতেই এই অবস্থা। সম্পত্তি নিবন্ধন, ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি, ভবন নির্মাণের অনুমতি, সরকারকে কর দেয়া- প্রতিটা ধাপেই ব্যবসায়ীদের ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে।

তো একেবারে সংক্ষিপ্তভাবে দেখা যাক 'ঘুষ' যা নেয়া-দেয়া অনৈসলামিক তা দেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে,

স্বল্প রপ্তানি-নির্ভর ব্যবসা= স্বল্প রপ্তানি= স্বল্প ফরেক্স= বাড়তে থাকা উন্নয়ন থমকে যাওয়া= মানুষের মাঝে জীবন-চালনার প্রতিটা উপকরণ নিয়ে হাহাকার শুরু হয়ে যাওয়া= পলিটিক্যাল আনরেস্ট= জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়া= বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে গিয়ে কয়েক ধাপ পিছিয়ে যাওয়া, স্রেফ সময়মত সবকিছু না করবার কারণে।

তারপরও কি দেশে ঘুষ আদান-প্রদান বন্ধে কোন আন্দোলন হবে না, এটলিস্ট হাজারটা মানব-বন্ধন? আমার মনে হয় না যে হবে, কারণ ঘুষ তো তোমায় আরাম দিয়েছে, যার দরূণ তুমি ভুলে গেছ এই বৈশ্বিক জীবন-ই শেষ কথা নয় বরং সবকিছুর শুরু মাত্র।

No comments:

Post a Comment