এটা কাদের জন্য?
Undergraduate 2nd বা 3rd year অথবা Master’s এ পড়ুয়া শিক্ষার্থীদের জন্যই প্রধানত।
কখন হয়?
Mainly Summer Vacation (May to August) Winter Vacation (December) মানে যেই ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করবে সেই ইউনিভার্সিটি এর যখন ছুটি বা সামার সেশান থাকবে।
কিভাবে করতে হয়?
এর দুইটা রাস্তা আছে
১। বিশ্বের নামি দামি Research Institute-Lab-University Internship Programme announce করে। এইটা অইসব Institute এ খোজ চোখ রাখলে আর গুগল এ (অনেক blog আছে e.g internshala ) একটু  খোঁজ করলেই পাওয়া যাবে। এদের Requirements থাকে, ফর্ম থাকে, Research Proposal, Recomendation letter এইসব ফিলআপ করে পাঠাতে হয়।
এইখানের কিছু লিঙ্ক আছে যেইটা ২০১৩ এর সামার এর জন্য ছিল।
UQ 

২। এইটা হচ্ছে যে Foreign University এর Proffessor কে mail করে পটাইতে হয়। এইটা করে কেউ যদি রাজি হয় তো কেল্লাফতে, আর নাহলেও যেই অভিজ্ঞতা পাবে ওইটা মাস্টার্সে অ্যাপ্লাই এ অনেক কাজে দিবে।
  • Choose the field on which you want to work
  • Build your resume
  • Make one standard kind of email
    # This is Just to save time. You should email the letters of similar kind to all, just changing the email address,
Receiver’s name, some more contents related to research work.
** There are a lots of Tips available on the file section of “Higher Studies Abroad” group. Follow the same rules.
# C.G.P.A. doesn’t matter much. If you think you have a good C.G.P.A. then mention it otherwise no need.
# mention your specific field of interest and if you have any research experience.
# if you have any research proposal/idea, highlight that during writing.
  • Search University/Research Institute’s Professor’s email address.
    # for sending mail, Tips available on the file section of “Higher Studies Abroad” group. Follow the same rules.
  • Use your Institute email id for sending mail, if  not available then gmail.
  • Start sending mail from August, Until you get one.

টাকা পয়সার কথা কেমনে কি হবে?

টাকাপয়সার হেল্প ছাড়া intership পাওয়া অনেক সোজা কারণ ফ্রী তে কাউরে খাটাইতে কার না ভালো লাগবে। কিন্তু টাকা পয়সা না দিলে কয়জন যেতে পারবে, তো আমাদের টাকা পয়সা নিয়া ভাবতে হবে।
Internship Programme এ গেলে টাকা পয়সা নিয়া ভাবতে হবে না, এমনিতেই সবখরচ দিয়ে দিবে।
কিন্তু প্রোফেসরদের পটাইয়া যখন intenrship মিলে তখনই টাকা পয়সার হিসাব করতে হয়। অনেক সময় প্রোফেসর নিজেই জিজ্ঞেস করবে যে টাকাপয়সার সাহায্য লাগবে কিনা নাকি অন্য কেউ হেল্প করবে। না জিজ্ঞেস করলে টাকা পয়সার কথা বার্তা শেষের দিকে করা ভালো।
কোথায় অ্যাপ্লাই করবো?
যেকোনো জায়গায় যেইখানে ভালো ইউনিভার্সিটি আছে সেইখানেই।
তবে এইসব ক্ষেত্রে ফান্ডিং এর জন্য সবচেয়ে ভালো হলো ইউরোপ। নিচে কিছু দেশের আর ইউনিভার্সিটি এর লিস্ট আছে, তবে এইগুলা ছাড়াও অনেক সুযোগ আছে, এইগুলা কিছু উদাহরণ মাত্র।
***as far as I know they have internship programme for international students
Singapore : NTU***, NUS
Taiwan: National Tsing Hua University, National Chiao Tung University etc
South Korea: KAIST
Japan: University of Tokyo etc
Sweden:  KTH Stockholm, Lund University
Canada: Mcgill University*** (Send mail at every university you like)
Australia: University of Queensland*** (Send mail at every university you like)
USA : (Send mail at every university you like)
Germany : Max Plank Institutes *** ( huge chances there, so send mail at every university you like)
Italy:  University of Trieste, Trieste ; CNR, Pisa ;University of Trento, Trento ;Universitaet di Firenze, Prato [Florence] ;Univ. of catholica, Rome ;Politecnico di Torino, Torino etc
France: INP Grenoble ; Ecole Centrale de Nantes, Nantes ;INLN, CNRS, Nice ;University of Rennes, Rennes ; Universite d’orleans, Orleans ; INRIA, Paris ; INRIA, Nancy, Lorraine etc
Finland: University of Joensuu, Joensuu ; University of Turku, salo, Turku
Austria: TU Graz ; CARINTHIA TECHNICAL UNIVERSITY, Klagenfurt ; Salzburg Research Institute, Salzburg ; Pharma Novartis Institute, Linz ; Joanneum research labs, Graz ; Boku University ;University of Klagenfurt
শেষকথাঃ
মেইল পাঠানোর পর রিপ্লাই পাও বা না পাও যেই অভিজ্ঞতা পাবে, এটা পরে জীবনে অনেক হেল্প করবে। so Try your best and Don’t Lose Hope.