Thursday, June 6, 2013

এবারের জাতীয় বাজেট ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বেলা তিনটা ২০ মিনিটে জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন।
অর্থমন্ত্রী আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ব্যয় প্রস্তাব করেছেন দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার। এর বিপরীতে আবদুল মুহিতের রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকার। এর ফলে বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা। অর্থাৎ মোট দেশজ উত্পাদনের তুলনায় ঘাটতি ধরা হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। 
তবে অনুদান বাদ দিলে ঘাটতি গিয়ে পৌঁছাবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা, শতকরা হিসাবে যা ৪ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ছয় হাজার ৬৭০ কোটি টাকার অনুদান পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে।
বেলা তিনটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় বিরোধী দল বিএনপি উপস্থিত ছিল না। 
এর আগে সংসদ ভবনে মন্ত্রীসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রীর বিরাট ব্যয়ের বাজেটের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। আর বাকি এক লাখ ৫৬ হাজার ৬২১ কোটি টাকার অনুন্নয়ন-ব্যয় নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শতকরা হিসাবে এডিপি হচ্ছে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৫ দশমিক ৫ শতাংশ। আর অনুন্নয়ন-ব্যয় জিডিপির ১৩ দশমিক ২ শতাংশ। 
এর আগে মন্ত্রিসভা আজ এক বিশেষ বৈঠকে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন। 

বাংলায় সম্পূর্ণ বাজেট বক্তৃতা পাবেন এই লিংকেঃ জাতীয় বাজেট ২০১৩- ২০১৪

No comments:

Post a Comment