Wednesday, October 30, 2013

একটি বার্থ ডে উইশ্‌ আর আমার শূণ্য হয়ে যাওয়া পৃথিবী

আজ থেকে মাত্র ২ মাস ১০ দিন (প্রায়) আগের কথা হবে, আমার জন্ম বার্ষিকী ছিলো। সেই বিশেষ দিনে আমার জীবনের অন্যতম প্রিয় একজন মানুষের উইশ্‌টা ছিলো এরকম,

"I wish I could give you,
The perfect Birthday gift.
Something that could show you,
How much I Love You.
How proud I am for you.
How perfect you are for me.
But no gift could ever mean,
as much as all you've given me.

Happy Birthday"

সাথে ছিলো তার স্বাক্ষর করা নাম... অথচ এই মাত্র ২ মাসের কিছু বেশি সময়ের মাঝেই সে অনেক দূরে চলে গিয়েছে। ১ মাস আগেই জেনে গিয়েছি, আমাদের মাঝে আর কখনো কোন ধরনের যোগাযোগ সম্ভব নয়।
এখন হয়তো উপরের কথাগুলো সব ফিকে হয়ে গিয়েছে তার কাছে, আর আমার কাছে থাকা সেই 'বার্থ ডে উইশ কার্ডটি'-ও হয়তো একসময় বছর ফুরোতে না ফুরোতেই হারিয়ে যাবে।
নশ্বর এ পৃথিবীতে কোনকিছুই চিরন্তন নয়, না মন, না তোমার ঐ দেহ!
ভাল থেকো, পৃথিবীর যেখানেই আছো!

No comments:

Post a Comment