Tuesday, November 19, 2013

এতোটাই কি প্রয়োজন ছিল?



এতোটাই কি প্রয়োজন ছিল তোমার,

আমার জীবনে এসে,
আমার সবকিছু কেড়ে নিয়ে চলে যেতে?

এতোটাই কি প্রয়োজন ছিল তোমার,
ডাগর চোখের মায়ায় ফেলে,
একটা সময় ফিরিয়ে নিতে চোখ- অন্যপাশে?


No comments:

Post a Comment