Saturday, June 28, 2014

২০১৪ এর বাংলাদেশ কার জন্য?

"সাংবাদিকরা হচ্ছে কুকুর। আমরা যখন ছোট ছিলাম, তখন পাড়ার অনেকে পয়সা হলে বাড়িতে কুকুর পুষত। ওদের বাড়ির সামনে গেলে কুকুরগুলো মুখ ভেংচাত। এর পর যাদের আরও পয়সা হলো, তারা মিডিয়া পোষা শুরু করল। এগুলো হলো অ্যালসেশিয়ান কুকুর। প্রশিক্ষিত। লাত্থি দিলেও এগুলো কামড়াতে আসে।"

- শামীম ওসমান; সূত্রঃ http://goo.gl/XgywLw

একদিন সাংবাদিককে গালি দেয়া হবে, সুন্দর করে যুক্তি দিয়ে ব্যাখ্যাও করা হবে যে তার কিভাবে কুকুর, এতে কারও অবমাননা হয় না, আরেকদিন র‌্যাব- পুলিশকে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হবে, তাতেও নিরপত্তা সংস্থার জন্য সে হুমকি নয়।

যখন ইচ্ছা এ এস পি বশিরের মতো পুলিশ কর্মকর্তাকে দেখে নেয়া হবে বলে বলা হবে, তাতেও কিছু যায় আসে না, ত্বকীকে হত্যা করবার অভিযোগ এবং প্রমাণ থাকবার পরও তাকে বহাল তবিয়তে দেশ দাবড়িয়ে বেড়াতে দেখা যাবে, তাতেও দেশের কোনকিছুকেই প্রশ্নবিদ্ধ করা যাবে না।

এর মানে বুঝে নেয়ার সময় হয়েছে, বাংলাদেশ শুধুমাত্র শামীম ওসমান আর তার আপা এর, আর কারও নয়, কারণ সে চলে সরাসরি তার আপা এর আশ্রয়ে- প্রশ্রয়ে, তার নিজের ভাষায়, "আমার একমাত্র সম্বল আমার আপা (শেখ হাসিনা)। তিনি আমাকে স্নেহ করেন।" সূত্রঃ http://goo.gl/2q4wjb

যখন আমরা দেশের সার্বভৌমত্ব, খনিজ- প্রাকৃতিক সম্পদ নিয়ে কথা বলতে যাবো, তখন মার খাবো; যখন আমরা ধর্ম নিয়ে কথা বলতে যাবো, তখন আমরা বেরই হতে পারবো না; যখন আমরা সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলতে যাবো, তখন আমাদের মুখ- হাত দুই-ই বন্ধ করে দেয়া হবে। কারণ, তখন না কি আমরা আমাদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তা ভাল কথা, সেই নিরাপত্তা মনে হয় হয় আমাদের নিরপত্তার কথা হিসেবে বলা হয় না, বলা হয়- শামীম ভাই আর তার আপার নিরাপত্তার কথা!

তো সবমিলিয়ে দেশটা আমাদের থাকলো না, কারণ এখানে মানুষের অধিকার মানে শাসক শ্রেণির অধিকার, এবং শাসক শ্রেণির একেকজনের অমৃত বচনের স্বাভবিক উদ্‌গীরণ!

No comments:

Post a Comment