Friday, March 25, 2011

ফাগুন

ফুলে ফুলে, মনে মনে,
আজ কি যে হলো?
মনে মনে, হৃদে হৃদে,
আজ বাতায়ন বহে গো।

তোমা সনে, তাহা সনে,
আজ খেলিব- গোল্লাছুট।
হারায়ে যাব, সকলে মিলে,
আজ যেদিগে যায়- চোখ জোড়।

প্রকৃতি দেখ আজ-
সেজেছে কি অপরূপ?
ধরিত্রীতলে আজ নেমেছে দেখ,
একি স্বর্গসম যেন সুখ।

হাতে হাত রাখি, নিতি নৃত্যে,
মাতি আজ সবে চল্‌,
চল্‌রে ভুলে জরা,
ওরে আমার বন্ধুরা,
প্রাণে প্রাণে, ওগো হৃদয়ের ডোরে,
আজ ফাগুনের ছলে, আমরা শপথে,
কঠোর হয়ে বাঁধি,
আজি বাঙ্গাল সংসার।



পহেলা ফাল্গুন, ১৪১৭।
১৩।০২।২০১১ ইংরেজী।


© ইনামুল হাফিজ লতিফী
enamul.hafiz.sust@gmail.com

No comments:

Post a Comment