কোন এক ভোরে, সূর্যোদ্যয়ের সময়,
কোন এক সকালে, নীল আকাশের নীচে,
কোন এক দুপুরে, কড়া রদ্দুরে,
কোন এক শান্ত- স্নিগ্ধ বিকালে,
ক্লান্ত হয়ে সূর্যের বাড়ি ফেরার সময়ে,
কিংবা কোন এক রাতে, নিবিড় পরিবেশে,
হয়তো কোন মধ্যরাতে, পিন পতন নীরবতায়,
হয়তো অনেকের মাঝে,
হতে পারে একাকী,
সামনেই পাব কোন কিছু,
যাকে জানব মৃত্যু- এই আমি।
© ইনামুল হাফিজ লতিফী
enamul.hafiz.sust@gmail.com
কোন এক সকালে, নীল আকাশের নীচে,
কোন এক দুপুরে, কড়া রদ্দুরে,
কোন এক শান্ত- স্নিগ্ধ বিকালে,
ক্লান্ত হয়ে সূর্যের বাড়ি ফেরার সময়ে,
কিংবা কোন এক রাতে, নিবিড় পরিবেশে,
হয়তো কোন মধ্যরাতে, পিন পতন নীরবতায়,
হয়তো অনেকের মাঝে,
হতে পারে একাকী,
সামনেই পাব কোন কিছু,
যাকে জানব মৃত্যু- এই আমি।
© ইনামুল হাফিজ লতিফী
enamul.hafiz.sust@gmail.com
No comments:
Post a Comment