Wednesday, May 4, 2011

আকাঙ্ক্ষা


প্রিয়তমা,

একটা সময় ছিল, যখন অনেক কিছুতেই শুণ্যতা নেমে আসত। একটা সময় ছিল, যখন অনেক কিছুই অর্থহীন মনে হত।
ধোঁয়াশায় ঢাকা দিনগুলি একসময় চলে যেতে শুরু করল, একটু একটু করে অদৃশ্য হতে শুরু করল আমার জীবনের সব অপূর্ণতা, শুধু তোমার প্রতিদিনকার মিষ্টি হাসিতে নিজেকে হারিয়ে ফেলে।
কিন্তু, হঠাৎ করেই আমি আবিষ্কার করলাম আমার কাছ থেকে তুমি হারিয়ে যাচ্ছ, যেখানে আমার শত চেষ্টাও তোমার অস্তিত্বকে এই পৃথিবীতে ধরে রাখতে পারল না।
যান্ত্রিক এই পৃথিবীতে আমি আবার একা হয়ে গেলাম। কেউ আর তোমার মত করে আমাকে ছুঁয়ে যেতে পারল না। আর সবার দেয়া নানা মাত্রিক স্বান্তনাও আমার আর কাজে আসল না। বৈষয়িক বিশ্ব আর যা- ই পারুক, আমাকে তার গহবরে টেনে নিতে পারল না। আমি ভাবের ধরায় ডুবে গেলাম, বলতে পার ডুব দিলাম ইচ্ছে করেই।
আবার দেখা হবে তোমার সাথে, এই আশায়। কি, আমার সাথে দেখা করবে না? না কি গাল ফুলিয়ে বসে থাকবে, যেমনটি তুমি প্রায়শই অভিমানী হয়ে করে থাকতে।
আমি অপেক্ষায় রইলাম, তোমার অপেক্ষায়, তোমার অস্তিত্বের অপেক্ষায়।

ইতি,
শূণ্যপ্রিয়

কথামালাঃ © ইনামুল হাফিজ লতিফী
enamul.hafiz.sust@gmail.com

No comments:

Post a Comment