Saturday, October 19, 2013

পরিচালক মাসুদ সেজানের কাছে খোলা চিঠি

ইদানীং টেলিভিশনের চেহারা দেখা হয় না, প্রায় ২- ৩ মাস ধরে খবরটাও দেখা হয় না! তাই মাঝেমাঝে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও অনেক দেরিতে জানতে পারি। যেমন আজ, একজনে বন্ধুর মাধ্যমে জানতে পারলাম, মাসুদ সেজান নামের একজনের পরিচালনা এবং রচনায় সিলেটিদের উপর ভিত্তি করে, 'মানি ইজ নো প্রবলেম' শীর্ষক একটি নাটক R TV তে দেখানো হয়েছে যাতে অভিনয় করেছেন মোশাররফ করিম।

প্রাসঙ্গিকভাবে এটা শুনে আমার ভাল লাগার কথা। আমি যেহেতু নাটকটি ব্রডকাস্ট হওয়ার সময় দেখতে পারিনি, সাহায্য নিলাম ইউটিউবের


প্রায় ৪১ মিনিটের নাটকটি দেখে আমি বড়ই আশাহত হয়েছি। সত্যি কথা বলতে গেলে এতোটা নিম্নমানের নাটক আমার জীবনে কয়টা দেখেছি, তা আমি মনে করতে পারছি না।

প্রথমত, নাটকটিতে সিলেটি ভাষায় যে ডায়লগ তৈরি করা হয়েছে, তার কোন আগা- মাথা নেই। ডায়লগগুলো যে লিখেছেন, তার মনে হয় সিলেটি ভাষা সম্পর্কে ভাষা- ভাষা জ্ঞাণ ছাড়া আর কিছুই নেই, আর তাই প্রতিটা ডায়লগে অজস্র ভুল। স্বাভাবিকভাবেই আপনি যখন ইংরেজি ভাষায় কথা বলতে চাইবেন, তখন আপনার ইচ্ছা থাকবে যতোটুকু পারা যায় কম ভুল করে কথা বলা। আপনি যখন শুদ্ধ বাংলায় কথা বলবেন, আপনার ইচ্ছাটা একই থাকবে। এবং 'সিলেটি ভাষা' পৃথিবীর ৩ হাজার স্বয়ংসম্পূর্ণ ভাষার মাঝে একটি স্বতন্ত্র ভাষা, যদি একথা আপনার বিশ্বাস না হয় তাহলে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখতে পারেন, ঘুরে আসতে পারেন নীচের লিংকগুলো থেকেও।

১) সিলেটি ভাষার আদ্যোপান্ত
২) বাংলা না নাগরী?


এর মানে হচ্ছে, সিলেটি ভাষা নিয়ে আপনি হেলা- ফেলা করতে পারেন না। আপনি যখনই সিলেটি ভাষা নিয়ে কিছু করতে যাবেন অবশ্যই সেই ভাষার গাঠনিক দিকগুলো ভাল করে খেয়াল করেই করতে হবে, আর যদি তা না করেন তবে সেটা সিলেটি ভাষাকে অপমান করা হয়। ভাল করে খেয়াল করে দেখুন, আপনি সিলেটি ভাষাকে অপমান করেছেন।




দ্বিতীয়ত, নাটকটিতে মোশাররফ করিম ছিলেন সিলেটি, অর্থ্যাৎ তিনি সেখানে সিলেটিদের প্রতিনিধিত্ব করেছেন। তার অভিনয় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উগ্র ধরনের। এই অভিনয় দেখে যে কেউ-ই মনে করতে পারে যে, সিলেটিরা মনে হয় সবসময় উগ্রভাবে কথা বলে থাকে। হুমম, আমাদের অর্থ- বিভব বেশি থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে যদি উগ্রতাই থাকতো তাহলে এই শহরে আপনাদের মতো নাট্য পরিচালকদের আসাকে আমরা স্বাগতম জানাতাম না, ঢাকা বা অন্য যে কোন জায়গার মানুষদের আতিথেয়তায় আমরা আর যে কোন জায়গার মানুষের চেয়ে সরেস। আপনাদের মতো মানুষদের স্বভাব কম দেখা হয়নি আমাদের, 'টাইম ইজ্‌ মানি'- এটা আপনাদের ব্যাবহারে প্রকাশ পায়, আমাদের না। সিলেটিরা একইসাথে তাদের জন্মভূমিকে যেমন খুব ভালোবাসে, ঠিক একইভাবে যে কোন অঞ্চলের মানুষের তুলনায় অনেক বেশি সদালাপী এবং খুব আন্তরিভাবে কথা বলে। এর মানে, আপনি সিলেটি মানুষদের ভুলভাবে উপস্থাপন করেছেন আপনার নাটকের কেন্দ্রিয় চরিত্র দিয়ে। ভুলে যাবেন না, আপনি এবারে সিলেটি মানুষদের অপমান করলেন।

তৃতীয়ত, আপনি একটি সিলেটি চরিত্রে আর মানুষ পেলেন না নেয়ার, নিলেন মোশাররফ করিমকে। কেন? ঊনার থেকে সুন্দর কোন মানুষ কি ছিল না? না কি, আপনার মনে একটা ইচ্ছা ছিল, বাংলাদেশের মানুষ দেখুক, সিলেটিরা দেখতে সুশ্রী নয়! জানিনা, আপনার মনে কি ছিল, কিন্তু আপনার হয়তো এটা জানা থাকার কথা, গড়পরতায় সিলেটি মানুষরা বাংলাদেশের যে কোন অঞ্চলের মানুষের তুলনায় সুন্দর হয়ে থাকে।

চতুর্থত, আপনি আপনার নাটকে অসৎ উদ্দেশ্য নিয়ে দেখাবার চেষ্টা করেছেন সিলেটিরা ক্ষেত! আপনি হয়তো জানেন না, আজ পৃথিবীতে সিলেট তথা বাংলাদেশের নাম উঁচু করা এবং পৃথিবীব্যাপী খ্যাতির অন্যতম দূত হিসেবে কাজ করছে, ইউরোপসহ অন্যান্য জায়গায় বসবাসরত সিলেটিরাই। আপনি তাহলে কাদের ক্ষেত প্রমাণের চেষ্টা করছেন? যারা উন্নত কয়েকটি দেশের সাংসদ সদস্য, যারা পৃথিবীব্যাপী অনুপ্রেরণার মডেল, আপনি তাদের আসছেন স্মার্টনেস শিখাতে? নিজের দিকে একবার তাকান, দেখুন তো ভাল করে যে আপনি কতটুকু কি।

পরিশেষে একটাই দাবি, আপনি অতিস্বত্তর ক্ষমা চান, নাহলে আপনাকে সিলেটবাসী অবাঞ্চিত ঘোষণা করতে দ্বিধা করবে না।
একইসাথে Rtv কেও ক্ষমা চাইতে হবে এধরনের একটি মানহীন নাটক প্রচারের মাধ্যমে সিলেটি ভাষা, সিলেটি মানুষ তথা সিলেটকে অপমান করার জন্য, নতুবা আপনাদেরকেও সিলেটবাসী ছাড় দিবে না।

No comments:

Post a Comment