বেনজিন একটি বিষের নাম, যা বর্তমানে সকল ইলেক্ট্রনিক্স সামগ্রী তৈরিতে ব্যাবহার করা হয়। বেনিজন বিষক্রিয়ায় আক্রান্ত মানুষ যেমন লিউকমিয়ায় আক্রান্ত হয়, ঠিক একইভাবে খুব তাড়াতাড়ি-ই হয়ে যায়, কাজ করতে অক্ষম, ধীরে ধীরে ঢলে পড়ে মৃত্যুর দিকে।
উন্নত বিশ্বে, বেনজিন ব্যাবহার নিষিদ্ধ হলেও, উন্নয়নশীল দেশগুলোয় ব্যাপকহারে ব্যাবহৃত হচ্ছে এই বেনজিন।
এবং কম মূল্যে আমাদের কাছে সকল ইলেক্ট্রনিক্স পণ্য এনে দিতে, তীব্র প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ম্যানুফ্যাকচারিং কোম্পনীগুলো সাপ্লাই চ্যানেল লাইবেলিটিস ভুলে গিয়ে, তাদের ফ্যাক্টরিতে কর্মরত কোটি কোটি শ্রমিককে বাধ্য করে বেনজিন নামের সস্তা অথচ ভয়ংকর এই বিষাক্ত পদার্থকে
ব্যাবহার করে ইলেক্ট্রনিক্স পণ্য ব্যাবহার করতে।
https://www.facebook.com/photo.php?v=10202364675453059&saved
অনেক বেনজিন বিষক্রিয়ায় আক্রান্ত মানুষ, যখন জেনে যায়, সে তার পরিবারের বোঝা হয়ে যাচ্ছে, তার আর এই পৃথিবীতে বেঁচে থাকবার কোনই পথ নেই, তখন সে বেছে নেয় আত্নহত্যার মতো নির্মম পথও।
কর্পোরেট দুনিয়া কখনোই আমাদেরকে এসব দেখাবে না। যখন আমরা এটা জেনেই গেলাম, তখন আমাদের আসলেই উচিত, ব্র্যান্ডগুলোর উপর চাপ প্রয়োগ করা যেন তারা এই বিষাক্ত জিনিস ব্যাবহার না করে আর, কারণ আমরাও এর বিষক্রিয়ার আওতামুক্ত নই।
দাম না হয়, একটু বাড়তেই পারে, কিন্তু, সেটা নিশ্চয়ই মানবিকতা আর নিজেদের জীবনের মূল্যের কাছে কিছুই নয়।
উন্নত বিশ্বে, বেনজিন ব্যাবহার নিষিদ্ধ হলেও, উন্নয়নশীল দেশগুলোয় ব্যাপকহারে ব্যাবহৃত হচ্ছে এই বেনজিন।
এবং কম মূল্যে আমাদের কাছে সকল ইলেক্ট্রনিক্স পণ্য এনে দিতে, তীব্র প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ম্যানুফ্যাকচারিং কোম্পনীগুলো সাপ্লাই চ্যানেল লাইবেলিটিস ভুলে গিয়ে, তাদের ফ্যাক্টরিতে কর্মরত কোটি কোটি শ্রমিককে বাধ্য করে বেনজিন নামের সস্তা অথচ ভয়ংকর এই বিষাক্ত পদার্থকে
ব্যাবহার করে ইলেক্ট্রনিক্স পণ্য ব্যাবহার করতে।
https://www.facebook.com/photo.php?v=10202364675453059&saved
অনেক বেনজিন বিষক্রিয়ায় আক্রান্ত মানুষ, যখন জেনে যায়, সে তার পরিবারের বোঝা হয়ে যাচ্ছে, তার আর এই পৃথিবীতে বেঁচে থাকবার কোনই পথ নেই, তখন সে বেছে নেয় আত্নহত্যার মতো নির্মম পথও।
কর্পোরেট দুনিয়া কখনোই আমাদেরকে এসব দেখাবে না। যখন আমরা এটা জেনেই গেলাম, তখন আমাদের আসলেই উচিত, ব্র্যান্ডগুলোর উপর চাপ প্রয়োগ করা যেন তারা এই বিষাক্ত জিনিস ব্যাবহার না করে আর, কারণ আমরাও এর বিষক্রিয়ার আওতামুক্ত নই।
দাম না হয়, একটু বাড়তেই পারে, কিন্তু, সেটা নিশ্চয়ই মানবিকতা আর নিজেদের জীবনের মূল্যের কাছে কিছুই নয়।
No comments:
Post a Comment