Tuesday, April 15, 2014

বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাতঃ একজন দুস্থ, বৃদ্ধ এবং পঙ্গু রিকশাচালকের জন্য

ঘটনাটি ঘটলো ০৯/০৪/২০১৪ তারিখে, বাসা (ফাজিল চিশ্‌ত) থেকে আমি আর আমার এক বন্ধু বের হয়েছিলাম দরগাহ্‌ গেইটের (সিলেট এর একটি জায়গা) উদ্দেশ্যে। সেই সময়, কয়েকটি রিকশা চালককে ডাকার পর যখন কেউ আসলো না, তখন একজন বৃদ্ধ রিকশা চালক এসে আমাদের নিয়ে নিলো।



রিকশায় উঠবার পর থেকে মনে হচ্ছিল, বৃদ্ধ রিকশা চালক কোন কারণে রিকশাটা ঠিকমতো টানতে পারছেন না, রাস্তার একদিকে চলে যাচ্ছে। ভাল করে লক্ষ্য করে দেখলাম, ঊনার ডান পা নেই, বহু কষ্টে ঊনি শুধুমাত্র বাম পা দিয়ে রিকশা চালাচ্ছেন। এটা দেখার পর থেকেই প্রচন্ড কষ্টে মনটা একেবারে বিষিয়ে গেলো।

আমি নিজের মাঝে তাগিদ অনুভব করছি, ঊনার জন্য কিছু করবার জন্য। চিন্তা করছি, আমি আর আমার বন্ধু, যারা যারা ইচ্ছুক তাদেরকে নিয়ে ঐ রিকশা চালককে একটি 'ইলেক্ট্রিক রিকশা/ অটো রিকশা' ম্যানেজ/ কিনে দিবার জন্য।

আমি ব্যাক্তিগতভাবে সর্বোচ্চ হয়তো ২ হাজার টাকা (প্রয়োজনে এবারের নববর্ষের জন্য পাঞ্জাবী কিনবো না) দিতে পারবো, কিন্তু একটা নতুন ইলেক্ট্রিক রিকশা এর দাম সম্ভবত ৫৫- ৬০ হাজার টাকা, আর ভালমানের পুরানোগুলোর দাম ৩৫ হাজার টাকা।
আমি আমার সিনিয়র- জুনিয়র- সহপাঠি, স্যার- ম্যাডাম, দেশীয়- প্রবাসী বন্ধুদের আহবান জানাবো, দয়া করে তোমরা কেউ কিছু কন্ট্রিবিউট করো।

আমাদের একটু 'ভোগ' এর ত্যাগই হয়তোবা ঐ বৃদ্ধ পঙ্গু রিকশা চালকের জীবনটাকে অনেকটাই রক্ষা করতে পারবে এই পৃথিবীর কঠিন কষাঘাত থেকে।

আমরা প্রতিনিয়ত কতোভাবেই না টাকা খরচ করে থাকি, একটা রেস্টুরেন্টে বা ফাস্টফুডের দোকানে গেলেও হয়তো খরচ করে আসি ৩০০- ৪০০ টাকা। আবার প্রতিটা বিশেষ দিবস উপলক্ষ্যে জামা- কাপড় কিনতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করি। সামনে নতুন বাংলা বর্ষ, অনেকেই অনেকভাবে ইতোমধ্যে হাজার হাজার টাকা খরচ করে নিজেকে সেইদিন বিশেষভাবে ফুটিয়ে তোলার বন্দোবস্ত করে ফেলেছে, কেউবা এখনো করছে।

কিন্তু, আমরা যদি সবাই মিলে একটু করে দান করি, এই সুন্দর- ভাল কাজটার অংশ হই, তবে মাত্র হয়তো কিছু টাকা দিয়েই এমন একটা সুখ অনুভব করতে পারবো যা কোটি টাকা দিয়েও হয়তো কেনা যাবে না। একজন দুস্থ, পঙ্গু এবং বৃদ্ধ রিকশাভালকের মুখের যে সুন্দর হাসি পাওয়া যাবে, তাকে সাহায্য করবার মাধ্যমে, এটা সম্ভবত নতুন বর্ষের আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দিবে।

আমরা মাত্র ১৫০ জন মানুষ যদি গড়ে ৪০০ টাকা করে দেই, তাতেও হয়ে যায় ৬০ হাজার টাকা, আর এই ৬০ হাজার টাকাই এনে দিতে পারে মোহাম্মদ তোফিল নামের এই বৃদ্ধ, দরীদ্র, পঙ্গু মানুষটির মুখে এক চিলতে হাসি। তাই সবার কাছে আবেদন থাকবে, ঊনাকে একটি অটোরিকশা কিনে দেয়ার এই উদ্যোগে আপনিও এগিয়ে আসুন।

এ বিষয় নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করো, অতি দ্রুত। আমার যোগাযোগ নাম্বারঃ 01717190567।
যারা, ব্যাংকে অর্থ পাঠাতে চাও, সরাসরি পাঠিয়ে দাও (অবশ্যই আমার সাথে আগে ফোনে যোগযোগ করে),

Name: Enamul Hafiz Latifee 
Account Number: 121.101.132041
Dutch-Bangla Bank Limited 
Sylhet Branch

অথবা বিকাশ করুন নিচের এই নাম্বারে,
01612787007
(বিকাশ নাম্বারে অর্থ প্রেরণ করার পর আমার 01717190567, এই নাম্বারে যে পাঠাচ্ছে, তার নাম্বারের শেষের 3 ডিজিট এস এম এস করে দিবেন।)

বি. দ্রঃ আগামী ১৫ দিনের মাঝেই যেনো পুরো টাকা পেয়ে যেতে পারি এবং ঊনাকে অটো রিকশা কিনে দিতে পারি, সেজন্য সবাইকে বলবো এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে এসে আমার সাথে যোগাযোগ করবার জন্য। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment