Friday, March 25, 2011

ধূম্রজাল

মানুষ- শুনো তাহলে, তোমাকে কিছু বলতে চাই,
ঐ যে দেখছ- ঐ দূরে, অনাকর্ষণীয়ভাবে পড়ে আছে সুখ,
তোমাকে না বললেও চলে, আসলে তা- ই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয়।
কিন্তু- তুমি হয়তো জান না, এরপরে আবার ও যে দুখ,
পথ চেয়ে বসে আছে- কোন পথিকের, যে খাবে হোঁচট,
পারবে না যে জয়ী হতে যুদ্ধে, দুখ তো শুধু তারি অপেক্ষায়।

মানুষ- তুমি সুখ পেতে কত কিছুই না কর!
কখনও বা সুখের লোভে, অজান্তেই কর দুখের সৃষ্টি,
সেই দুখ- ই যে তোমায় বাঁচিয়ে রেখেছে, তা কি মান?
আদিকাল থেকে তুমি লড়ে চলেছ, আজ অবধি পেতে সুখ,
তাতে কি লাভ হয়েছে না ক্ষতি, তার হিসাব ও কিঞ্চিৎ জান তুমি,
তুমিতো জ্ঞাণী, কিন্তু মহাজ্ঞাণী যে নাড়াচ্ছেন আসল কলকাঠি।

মানুষ- তোমার কাজ তোমাকেই করে যেতে হবে,
হতাশ হবার তো কিছুই নেই, ভরসা যে উনি;
তিনিই দেখাবেন পথ, নিরাশ হয়েছে কি আজতক্‌ কেউ- বল দেখি।
তিনি খেলান বলেই আমরা খেলি, মাঝেমাঝে ভুল করে বসি,
তবুও তিনিই তোমার সবচেয়ে বড় বন্ধু, কেউ- ই আর তার মত,
হৃদয় থেকে চাও, বিশ্বাস করো ঠক্‌বে না কখনো- সত্যিই পাবে অনন্ত সুখ।


© ইনামুল হাফিজ লতিফী
enamul.hafiz.sust@gmail.com

No comments:

Post a Comment