Friday, March 25, 2011

কাঁটা

বাংলাদেশ, তোমার সুন্দর বাগানে,
হানা দিয়েছিল যারা,
তারাতো ছিল পরাজিত,
তব রয়ে গেল দেশটায়- কিছু কাঁটা।

গোলাপ যেমন খুব সুন্দর,
তার সাথে থাকে কাঁটা,
অবিচ্ছেদ্দ্যভাবে আছে সেই কাঁটা,
বিবেককে করছে আজ- বড় তাঁড়া।

সুন্দর তুমি কেন এমন হও?
কেন থাকে হুঁশিয়ারি বাণী?
সর্বদা কেন অন্ধকারেই,
আলোর জয়গান শুনি?



© ইনামুল হাফিজ লতিফী
enamul.hafiz.sust@gmail.com

No comments:

Post a Comment