সস্তা আবেগের মূর্ত প্রকাশ আজ,
'আমি তোমায় ভালোবাসি।'
দেহের ভারে মনের মৃত্যু আজ,
'আমি তোমায় ভালোবাসি।'
কোথাও নেই আজ আর,
সেই প্রত্যাশা, সেই দৃঢ় প্রতিজ্ঞা,
'থাকবোই তোমার পাশে, আমি আমৃত্যু।'
সময়ের পালে চড়ে গায়ে হাওয়া লাগানো,
আজকের এই অনর্থক সম্পর্ক,
আমি তাই- এড়িয়ে চলি।
- ইনামুল হাফিজ লতিফী
No comments:
Post a Comment