Wednesday, June 4, 2014

এখন কি দেশ মেধাশূণ্য হয় না- প্রশ্ন ফাঁস হবার কারণে, মাননীয় শিক্ষামন্ত্রী?

এই কয়দিন আগে হঠাৎ করেই আমার যাওয়া হয় আমাদের ভার্সিটির লাইব্রেরী বিল্ডিং এর মুক্তিযুদ্ধা কর্ণারে।

সেখানে বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিভিন্ন রাজনৈতিক বিষয়াদির উপর লেখা অনেকগুলো প্রবন্ধ নিয়ে একটি বই পেলাম (বইটির লেখাগুলো পড়ে আঁচ করতে পেরেছি যে এটি লিখবার সময় তিনি তখন ক্ষমতার বাইরে ছিলেন)।

তো সেখানে একটি লেখা পেলাম, যেখানে তিনি সেইসময়ের বিএনপি- জামায়াত জোটের প্রচন্ড সমালোচনা করেছেন, দেশকে মেধাশূণ্য জাতি করে তুলছেন প্রশ্ন ফাঁস করবার মাধ্যমে সেসব কথা বলছেন। মজার বিষয় হলো, এই যে প্রশ্ন ফাঁস নিয়ে তিনি এতো কথা বললেন, তার সবই কেবল একটি বিসিএস পরীক্ষার একটি মাত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে করেছিলেন, উদ্ধৃত্ব করেছিলেন কয়েকটি জাতীয় সংবাদের খবরকে।

আর এখন, প্রতিটা পাবলিক পরীক্ষার সব প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পত্রিকার সংবাদসহ গণণা করলে গত ৫- ৬ বছরে কম করে হলেও ২০০- ২৫০ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাও পরীক্ষার ২-১ দিন আগেই। ফাঁসকৃত প্রশ্ন না পেলে এখন ছাত্র-ছাত্রীরা এমন আচরণ করে, যেনো তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলো। এখন দেশের মেধা এবং মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকলো, মাননীয় মন্ত্রী?

অথচ আপনি আপনার জাদুকরী বক্তব্য দিয়ে দাবি করলেন যে, আপনাকে না কি ক্ষমতা থেকে নামানোর ষড়যন্ত্র করা হচ্ছে *(১,২)।

বক্তব্যটিকে জাদুকরী বললাম এজন্য যে, কারণ তিনি সরাসরি বলেননি, এই প্রশ্নপত্র ফাঁস তার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি ব্যাবস্থা, কিন্তু ঠিকই পোরক্ষভাবে কোচিং সেন্টারের বিরুদ্ধে ঊনি ব্যাবস্থা নেয়ায় তার আজ এই অবস্থা, এটা বলে যা বুঝানোর বুঝিয়ে দিয়েছেন।

ব্যাপারটি হলো, কারও তো ষড়যন্ত্রও করবার দরকার পড়ে না, মাননীয় মন্ত্রীর আমলে যে পরিমান প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তিনি যদি সৎ হয়ে থাকেন এবং ক্ষমতালোভী না হয়ে থাকেন, তাহলে নিজ থেকেই এতোদিনে পদত্যাগ করা উচিত ছিল, তা করলেন না কেন?

*সূত্রঃ
১) http://www.jugantor.com/current-news/2014/06/01/106465
২) http://www.banglanews24.com/beta/fullnews/bn/295046.html

No comments:

Post a Comment